রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রী কলেজে একই পরিবারের ১৫ জনের চাকরি-জনমনে ক্ষোভ  দপদপিয়া ইউনিয়ন ডিগ্রী কলেজে একই পরিবারের ১৫ জনের চাকরি-জনমন ক্ষোভ  কাঁঠালিয়ায় সরকারি লিজকৃত জমির দোকান ঘর জোরপূর্বক দখলের অভিযোগ বরিশালের দু’চিকিৎসকের বিচার দাবীতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্বজনদের অভিযোগ কৃষি ব্যাংক বরিশাল শাখায় হালখাতা অনুষ্ঠিত উজিরপুরের ওটরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও এসএসসি-৯৫ ব্যাচের শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী  বানারীপাড়ায় বর্ষবরণ উপলক্ষে বৈশাখী মেলা ও বর্ণাঢ্য আয়োজন  বিডিজেএ’র সভাপতি মাসুম, সম্পাদক মাহবুব সৈকত বরিশালে ব্রোজেক্ট-ইচ্ছা পুরন ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরন বরিশালে কিশোর কিশোরী ক্লাবের সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বরিশাল মেট্রোপলিটন কলেজে পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক:: মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বরিশাল মেট্রোপলিটন কলেজের উদ্যোগে কুইজ ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ২৬ মার্চ বেলা ১১টায় কলেজ মিলনায়তনে অধ্যক্ষ এস.এম আলী নেছারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- কলেজ পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক আযাদ আলাউদ্দীন।

ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু সাঈদের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পরিচালক ও সহকাgyরী অধ্যাপক সৈয়দ মো. মহাব্বতুল্লাহ, মো. নূরুজ্জামান, আতিক মাহমুদ বাবুল, কাওছার হোসাইন, শিরিন সুলতানা, কাওছার রেজওয়ান প্রমুখ।
অনুষ্ঠানে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুইজ ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

কুইজ প্রতিযোগিতায় প্রথম বিজয়ী- বরিশাল নগরীর সৈয়দা মজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী নন্দিনী আক্তার, দ্বিতীয় স্থান অর্জন করে মহাবাজ মাধ্যমিক বিদ্যালয়ের মেহনাফ ইমতিয়াজ ও তৃতীয় হন ছাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বৈশাখী মিস্ত্রী।

সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় প্রথম হন নগরীর নূরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ফলপ্রার্থী আরাফ খলিফা, দ্বিতীয়- পুস্পরাণী চৌধুরী ইনস্টিটিউশনের মো. রিফাত হাওলাদার ও তৃতীয় একই প্রতিষ্ঠানের মো. জিহাদ।
এছাড়াও দুটি গ্রুপে মোট ৪০ জন বিজয়ী শিক্ষার্থীকে ক্রেস্টসহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে বরিশাল মেট্রোপলিটন কলেজ থেকে জিপিএ ৫ পেয়ে শিক্ষাবোর্ডের বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থী রেদোয়ান ইসলাম সানিকে কলেজের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

 

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved ItihaasBarta