বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:১০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ::: আনন্দ-উদ্দীপনায় উৎসব মুখর পরিবেশে বরিশাল নগরীর সাগরদী ব্রাঞ্চরোডস্থ কবি নজরুল ইসলাম সড়কে স্থানীয় যুব সমাজের উদ্যোগে ২ দিনব্যাপী ৭ম বর্ষপূর্তি, পারিবারিক মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ও শুক্রবার (১৫ ও১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টা থেকে রাত ১২ টা পর্যন্ত নাচ,গান, কৌতুক অভিনয়, ফ্যাশন শো, মঞ্চ নাটক এবং র্যাফেল ড্র প্রতিযোগীতাসহ পুরুস্কার বিতরণ করা হয়। এরপরে আমন্ত্রিত প্রায় ছয় শতাধিক অতিথির মাঝে রাতের খাবার পরিবেশন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।