বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষের নির্দেশনায় মেহেন্দিগঞ্জ উপজেলার মেঘনা নদীর ইলিশা এলাকায় (অভয়াশ্রম এলাকায়) মঙ্গলবার (১২ মার্চ) বেলা ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
এসময় আনুমানিক ২০০০০ মিটার কারেন্ট ও অনান্য জাল জব্দ করার পাশাপাশি এসময় ১০ জন জেলেকে আটক করা হয়।
পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত ৯ জনকে ৫০০০ টাকা করে জরিমানা করা হয় এবং এক জনের জেল প্রদান করেন। জনসম্মুখে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা মেহেন্দিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানভীর আহমদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল হোসেন। আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা