সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০৭:২০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥বরিশালের বাবুগঞ্জ ইউনিয়নের চাঁদপাশা হাই স্কুল এন্ড কলেজের অসহায় ও দরিদ্র শিক্ষার্থীর পরিবারের সদস্যদের মাঝে রমাজান ও ঈদ সামগ্রির উপহার বিতরন করেন অষ্ট্রেলিয়া বাংলা ক্রিয়েটিভ ওমেন ।
গত বুধবার সকালে অষ্ট্রেলিয়া বাংলা ক্রিয়েটিভ ওমেন এর সহায়তায় চাঁদপাশা হাই স্কুল এন্ড কলেজ এর আয়োজনে ১শত ২৫ জন মেধাবী ও দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, মুড়ি, আলু, তেল,সেলাইমেসিন, পোলা’র চাল, দুধ, সেমাইসহ মোট ১৩টি নিত্যপন্যের উপহার প্যাকেজ তুলে দেয় চাঁদপাশা হাই স্কুল এন্ড কলেজের গভানিং বডির সভাপতি ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস এবং অধ্যক্ষ মোসাঃ তাহমিনা আক্তার ।
এ আলোচনা সভায় চাদঁপাশা হাই স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোসাঃ তাহমিনা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব প্রতিষ্ঠানের গভানিং বডির সভাপতি ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাবসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।