বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:২৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহারে বাংলা- ১৪৩১ বর্ষবরণ উদযাপন উপলক্ষে বৈশাখী মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ঐতিহ্যবাহী ইলুহার বিহারী লাল একাডেমি মাঠে সার্বজনিন কালী মন্দির কমিটির উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ গোলাম ফারুক, বানারীপাড়া থানার ওসি মাইনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা, সহ-সভাপতি ও ইলুহার ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক মন্টু লাল কুন্ডু, সাবেক ইউপি চেয়ারম্যান এসএম কালাম, শিক্ষানুরাগী আলহাজ আব্দুল হাই, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সরদার, ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, ইলুহার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল নয়নগীর প্রমুখ।
অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার উজ্জ্বল ডাকুয়া সভাপতিত্বেইলুহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আমিনুল ইসলাম সোহেল সঞ্চালনা করেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে উত্তরীয় পড়ানো হয়। পরে আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সবাইকে মুগ্ধ করে।