রবিবার, ১৩ Jul ২০২৫, ১১:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাবুগঞ্জের মাধবপাশায় পূর্ব শত্রুতার জেরে দুই সহদরকে কুপিয়ে জখম  গলাচিপায় শারীরিক প্রতিবন্ধীকে কুপিয়ে জখম, থানায় মামলা নিতে ওসির গরিমসি রুপাতলী বাজারে অতিরিক্ত খাজনা আদায় বন্ধে ছাত্রদলের প্রচারণা সাংবাদিক এম জাহিদের মায়ের দাফন সম্পন্ন বরিশালে চরকাউয়া মাঝিমাল্লা সমিতির উদ্যোগে শ্রমিকদের মাঝে ঈদবস্ত্র প্রদান বরিশালে বিএনপি নেতাকে ফাঁসাতে মরিয়া প্রতিপক্ষ মহল এবি পার্টির বরিশাল জেলা ও মহানগর কমিটি ঘোষণা মোগো এলাকার জন্য আল্লাহর রহমত স্বরূপ সরোয়ার মেম্বার  রুপাতলী গ্যাস্টারবাইন তরুণ ছাত্র সমাজের উদ্যোগ ওয়াজ মাহফিল  বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক-সদস্য সচিবকে শোকজ

চাঁদার দাবিতে উতপ্ত বরিশাল স্পীডবোট ঘাট এলাকা, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক॥ দাবীকৃত চাঁদা না পেয়ে মারধর সহ প্রাণনাশের হুমকি দিয়েছে। এমন অভিযোগ এনে ৬ জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দিয়েছে স্পীড বোট মালিক সমিতির এর লাইন সম্পাদক মোঃ তারেক শাহর বোন নগরীর ১০ নং ওয়ার্ড ভাটারখাল এলাকার বাসিন্দা মোসাঃ নুসরাত জাহান (২২)। এঘটনায় বুধবার (১৮ সেপ্টেম্বর) বরিশাল কোতয়ালী মডেল থানায় অভিযোগ দেয়া হয়েছে।

অভিযুক্তরা হলেন- একই এলাকার বাসিন্দা মোঃ মাসুম হাওলাদার (৩৫), মোঃ রুহুল হাওলাদার (৪৩), মোঃ সোহেল হাওলাদার (৩০), মোঃ রুবেল (৪৫), মোঃ ইব্রাহীম (৩০) ও শিল্পী (৪১)।

লিখিত অভিযোগে উল্লেখ রয়েছে, বরিশাল জেলা স্পীড বোট মালিক সমিতির এক পরিবারের সদস্য হলেন আবেদনকারী। অভিযুক্তরা নিজেদের বিএনপি রাজনৈতিক ক্ষমতার প্রভাব বিস্তার করে গত ৫ আগস্টের পর চাঁদা দাবি করে আসছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টায় আবেদনকারীর মা মাছ কিনতে গেলে অভিযুক্ত নারী শিল্পী অকারণে ঝগড়া করে। এ ঘটনা শুনে ঘটনাস্থলে গেলে মা-মেয়েকে প্রাণনাশের হুমকি দেয় অভিযুক্তরা। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এব্যাপারে নুসরাত জাহান জানান কিন্তু থানায় অভিযোগ দায়ের করার পরেও তাদের একটি গ্রুপ ঘাটে এসে আমাদেরকে হুমকি দিয়েছে। এমনকি তারা বলে গেছেন আমাদের নামে যতই অভিযোগ দাও না কেন কোন লাভ নাই। তাই  তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছি।

 

হামলাকারীদের ভয়ে নাম প্রকাশ অনিচ্ছুক স্থানীয় একাধিক সাধারণ মানুষ জানায় অভিযুক্তরা সহ তাদের একটি গ্রুপ রয়েছে তারা কারণে-অকারণে মানুষের সাথে ঝামেলা করেন। বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ও মাদক সংক্রান্ত বিষয় তাদের নিত্যদিনের সঙ্গী । এদের প্রত্যেকের নামে থানায় একাধিক মামলা রয়েছে। তারপরও এরা বেপরোয়া আচরণ করেন। বরিশাল মহানগর বিএনপির দায়িত্বশীল নেতারা বলেন, দলীয় হাইকমান্ডের নির্দেশ অনুযায়ী কারো ব্যক্তিগত অপরাধের দায় দল বহন করবে না। এরকম কিছু হলে খোঁজ নিয়ে সাংগঠনিক ভাবে ব্যবস্থা নেয়া হবে।

বরিশাল জেলা স্পীড বোট মালিক সমিতির এর লাইন সম্পাদক মোঃ তারেক শাহ্ বলেন, হামলাকারীরা চাঁদার দাবিতে আমার বোন ও মাকে মারধর করেছে। আমরা ন্যায় বিচারের দাবিতে থানায় অভিযোগ দায়ের করেছি।

বরিশাল কোতোয়ালি মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved ItihaasBarta