শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: “কারিগরি শিক্ষার অবমূল্যায়ন, মানিনা মানবো না” এই শ্লোগান নিয়ে সরকারের সকল মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় ডিপ্লোমা-ইন- ইঞ্জিনিয়ারিং(সার্ভেয়িং) ডিগ্রীধারী সার্ভেয়ার, সমমান পদে কর্মরতদের অন্যান্য ডিপ্লোমা ডিগ্রীধারীদের ন্যায় বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়ন করার দাবিতে বরিশালে অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট করেছেন বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ।
বুধবার সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বরিশাল জেলা প্রশাসক কার্যলয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচী পালন করেন তারা।
বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের বরিশাল জেলার সমন্বয়ক নজরুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ কানুনগো কল্যান সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব ব্যরিস্টার খলিলুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগীয় সমন্বয়ক ফোরকান হোসেন সহ ম্যানেজ কোর্ট, সেটেলমেন্ট, সড়ক ও জনপদ, জেলা পরিষদ, পানি উন্নয়ন বোর্ড,সিটি কর্পোরেশনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মরত ডিপ্লোমা সার্ভেয়ারগন।
বক্তব্যতা বলেন, তাদের দাবি না মানা পর্যন্ত তাদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট সহ কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা।