বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক-সদস্য সচিবকে শোকজ বরিশালে হাট সুপার শপের র‍্যাফেল ড্র ২০২৪ অনুষ্ঠিত ও পুরস্কার বিতরণ বরিশালে আ’লীগ নেতার অত্যাচার থেকে রেহাই পেতে প্রবাসীর স্ত্রীর সংবাদ সম্মেলন বরিশালে শীতার্ত মানুষের পাশে ‘কোয়ান্টাম’   বরিশাল বিএনপির ওয়ার্ড-ইউনিয়ন কমিটি বাতিল, জেলা ও মহানগর কমিটি বহাল ঝালকাঠির ছাত্রদল নেতা কাওছার জামিল খানের জন্মদিন আজ ইন্জিনিয়ার মিজানুর রহমান নিরবের জন্মদিন আজ বরিশালে নূরজাহান কনভেনশন হলের উদ্বোধন কামরুল আহসান রুমির মায়ের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক ডিসি কম্পাউন্ডে নোটিশ ছাড়াই অস্থায়ী দোকান উচ্ছেদ, বিপাকে ষ্ট্যাম্প বিক্রেতারা

বরিশালে  ইউপি চেয়ারম্যানের  বিরুদ্ধে মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে  মানববন্ধন 

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সদর উপজেলার  চন্দ্রমোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিরাজুল হক  হাওলাদারের বিরুদ্ধে মিথ্যা মামলার ষড়যন্ত্রকারী বরিশাল সদর উপজেলার  বিএনপির আহবায়ক  কাজী এনায়েত হোসেন বাচ্চু  ও তার ভাই কাজী ফিরোজ আলমকে  অবিলম্বে দল থেকে বহিষ্কারের দাবিতে ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করে চন্দ্রমোহন  ইউনিয়নের  সাধারণ মানুষ।

 

এ মানববন্ধনে আরো অংশগ্রহণ করেন  চন্দ্রমোহন ইউনিয়নের বিএনপি  সর্বস্তরের  নেতাকর্মীরা।

 

এসময় বক্তব্যে  তারা বলেন, গত ৪ তারিখ বরিশাল চৌমাথায় আওয়ামী লীগ ও বিএনপি’র একটি সংঘর্ষ হয় এই সংঘর্ষকে কেন্দ্র করে বিএনপি’র বরিশাল সদর উপজেলার সভাপতি কাজী এনায়েত হোসেন বাচ্চুর ইশারায় সিরাজুল হক মাস্টার কে হেয়  প্রতিপন্ন এবং হেনস্থা করার জন্য মিথ্যা মামলায় জড়ানো হয়।

 

ইউনিয়নের সাধারণ মানুষ আরো বলেন সিরাজুল মাস্টার চাঁদাবাজি বোমাবাজি বিরুদ্ধে সে সব সময় প্রতিবাদ করে গেছেন।

 

তারা আরো বলেন আওয়ামী লীগ ক্ষমতার থাকা কালীন অবস্থায় বিএনপি’র সিরাজুল মাস্টার চেয়ারম্যান হয়ে দেখিয়েছেন।

 

ঘটনাস্থানে গিয়ে আরো জানা যায়, চন্দ্রমোহন মাধ্যমিক বিদ্যালয়ের দীর্ঘ ৩৭ বছরের শিক্ষক সিরাজুল মাস্টার, এবং বিএনপি’র প্রতিষ্ঠা লগ্ন থেকে ছাত্রদল  যুবদল করে চেয়ারম্যান হিসেবে ইতিমধ্যে পরিচিত লাভ করেছেন।

 

সাধারণ জনগণের একটাই চাওয়া তারা বলেন ঘটনাস্থলে এসে সঠিক তদন্ত করে এই কুৎচিক্রি মহল কে অতি বিলম্বে দল থেকে বহিষ্কার করা হোক এবং আইনের আওতায় আনা হোক এটাই সাধারণ জনগণের চাওয়া

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved ItihaasBarta