সোমবার, ২৩ Jun ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাবুগঞ্জের মাধবপাশায় পূর্ব শত্রুতার জেরে দুই সহদরকে কুপিয়ে জখম  গলাচিপায় শারীরিক প্রতিবন্ধীকে কুপিয়ে জখম, থানায় মামলা নিতে ওসির গরিমসি রুপাতলী বাজারে অতিরিক্ত খাজনা আদায় বন্ধে ছাত্রদলের প্রচারণা সাংবাদিক এম জাহিদের মায়ের দাফন সম্পন্ন বরিশালে চরকাউয়া মাঝিমাল্লা সমিতির উদ্যোগে শ্রমিকদের মাঝে ঈদবস্ত্র প্রদান বরিশালে বিএনপি নেতাকে ফাঁসাতে মরিয়া প্রতিপক্ষ মহল এবি পার্টির বরিশাল জেলা ও মহানগর কমিটি ঘোষণা মোগো এলাকার জন্য আল্লাহর রহমত স্বরূপ সরোয়ার মেম্বার  রুপাতলী গ্যাস্টারবাইন তরুণ ছাত্র সমাজের উদ্যোগ ওয়াজ মাহফিল  বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক-সদস্য সচিবকে শোকজ

পাচঁ দফা দাবীতে বরিশালে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:: বরিশালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা নিশ্চিতসহ পাচঁ দফা দাবীতে আন্দোলনে সক্রিয় শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করেছে।

 

বরিশালের বান্দ রোডস্থ সুরভী কনসালটেন্ট অফিসে ৭ সেপ্টেম্বর সোমবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইঞ্জিনিয়ার জি এম রাব্বী।

এ সময় উপস্থিত ছিলেন,ইন্জি:জি এম রাব্বী, ইন্জি:ইমাম হোসেন সুজন,ইন্জি:কল্লোল চৌধুরী, ইন্জি:সাখাওয়াত হোসাইন প্রমুখ।

 

বক্তব্যে ইঞ্জিনিয়ার জি এম রাব্বী বলেন,জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা ও আহতদের সুস্থ্যতা কামনা করি।তিনি বলেন,বরিশালে আন্দোলনে যারা আহত হয়েছে তাদের সু চিকিৎসা নিশাচিত করা জরুরী।৫ আগষ্ট বিজয়ের পরে আহত ছাত্র জনতা চিকিৎসা সেবার ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হয়েছে।আর্থিক কারনে অনেক আহতরা চিকিৎসা করাতে পারছেন না।

 

বরিশালে আইডিইবি জেনিক বরিশাল শাখা,এবি পার্টি ও বরিশাল যুব ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বৈষম্য বিরোধী আন্দোলনে সম্পৃক্ত ইঞ্জিননিয়ার,ডাক্তার,পেশাজীবী, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে একটি টিম গঠন করে সেভ অর রিয়াল হিরোজ ক্যাম্পেইন চালু করা হয়।তি বলেন,এ ক্যাম্পেইন প্রোগ্রামে এবি পার্টি ও ঢাকা মেডিকেলের নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ আব্দুল আহাদ সহযোগীতা করেন।

সংবাদ সম্মলেনে পাচঁ দফা দাবী তুলে ধরা হয়দাবীর মধ্যে রয়েছে,আহত ও গুরুতর আহত ছাত্র জনতার সর্বোচ্চ সু চিকিৎসা নিশ্চিত করতে সহায়তা প্রদান।সকল আহতদেরকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেয়া।আহতদের প্রাতিষ্ঠানিক ও রাষ্ট্রীয়ভাবে সম্মানী ভাতা প্রদান। যাদের কারনে আহত ও নিহত হয়েছে তাদের আইনের আওতায় আনা ।আহত ও নিহতদের রাষ্ট্রীয়ভাবে অনুপ্রেরনা হিসেবে সম্মাননা প্রদান করা।পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন তারা।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved ItihaasBarta