বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :

বরিশালে ইয়াবা কারবারির ৫ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ইয়াবা কারবারির ৫ বছরের কারাদণ্ড মাদক কারবারির দায়ে বরিশালের মেহেন্দিগঞ্জের আব্দুর রহমান রাঢ়ী নামে একজনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

 

সোমবার (২৮ অক্টোবর) বরিশালের বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মেহেদী আল মাসুদ এই রায় প্রদান করেন।

 

রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় বিচারক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

 

আদালতের বেঞ্চ সহকারী আবুল বাশার জানান, ২০১৬ সালের ১৪ জুলাই বরিশাল নগরীর গির্জা মহল্লা সড়কে অভিযান চালিয়ে আব্দুর রহিমের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ডিবি পুলিশ। ওই দিনে ডিবি পুলিশের এসআই তানজিল আহমেদ বাদী হয়ে মামলা দায়ের করেন।

 

২০১৬ সালের ৮ আগস্ট তদন্ত শেষে আসামির বিরুদ্ধে চার্জশিট দেন ডিবি পুলিশের এসআই মোহাম্মদ হায়দার।

 

আদালত ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার বিকেলে এ রায় প্রদান করেন।

 

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved ItihaasBarta