সোমবার, ২৩ Jun ২০২৫, ০৮:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাবুগঞ্জের মাধবপাশায় পূর্ব শত্রুতার জেরে দুই সহদরকে কুপিয়ে জখম  গলাচিপায় শারীরিক প্রতিবন্ধীকে কুপিয়ে জখম, থানায় মামলা নিতে ওসির গরিমসি রুপাতলী বাজারে অতিরিক্ত খাজনা আদায় বন্ধে ছাত্রদলের প্রচারণা সাংবাদিক এম জাহিদের মায়ের দাফন সম্পন্ন বরিশালে চরকাউয়া মাঝিমাল্লা সমিতির উদ্যোগে শ্রমিকদের মাঝে ঈদবস্ত্র প্রদান বরিশালে বিএনপি নেতাকে ফাঁসাতে মরিয়া প্রতিপক্ষ মহল এবি পার্টির বরিশাল জেলা ও মহানগর কমিটি ঘোষণা মোগো এলাকার জন্য আল্লাহর রহমত স্বরূপ সরোয়ার মেম্বার  রুপাতলী গ্যাস্টারবাইন তরুণ ছাত্র সমাজের উদ্যোগ ওয়াজ মাহফিল  বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক-সদস্য সচিবকে শোকজ

বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীর ২৯ নং ওয়ার্ডের ইসাকাঠী এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে অস্বাস্থ্যকর ও মানসম্মত পরিবেশবিহীন খাবার তৈরির কারখানাগুলোকে শনাক্ত করা হয় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বেশ কয়েকটি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদনের বিষয়টি উঠে আসে।

অভিযানে দেখা যায়, অনেক কারখানায় খাবারে অপ্রাকৃতিক রং ব্যবহারসহ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।অভিযানের ধারাবাহিকতায় মোট চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

অভিযানে পাবনা দধির মালিক মোঃ সারোয়ারকে ৩ হাজার টাকা, আবির মিষ্টি মুখের মালিক মোঃ ইমরান হাওলাদার ৫ হাজার টাকা। তায়েবা মিষ্টি মুখের মালিক মোঃ বেল্লাল হোসেনকে ৪ হাজার টাকা, আল-কায়েদ সুইস হাউজের মালিক মোঃ মিরাজ পাটোয়ারীকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয় হালিম চৌধুরী বলেন, এ ধরনের অভিযান জনস্বাস্থ্য রক্ষায় অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে। এ অভিযান থেকে শিক্ষা নিয়ে অন্যান্য প্রতিষ্ঠানগুলোও যেন স্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার প্রস্তুত করে তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক অপূর্ব অধিকারী জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি রোধে এ অভিযান চালানো হয়েছে এবং এ ধরনের অভিযান চলবে। স্থানীয়দের অভিযোগ জানাতে উৎসাহিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved ItihaasBarta