শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :

বরিশালে ২ নৌকার সংঘর্ষে নদীতে পড়ে জেলে নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের মেহেন্দিগঞ্জের কালাবদর নদীতে ইঞ্জিনচালিত দুই নৌকার সংঘর্ষে নদীতে পড়ে রবিউল ইসলাম রবি (২৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।

আহত হয়েছেন দুই জেলে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যা এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ জেলের সন্ধান পাওয়া যায়নি। এরআগে সোমবার রাতে ওই জেলে নদীতে পড়ে নিখোঁজ হন।

নিখোঁজ জেলে রবিউল ইসলাম মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর আদর্শ গ্রামের বাসিন্দা সেলিম ঢালীর ছেলে। আহতরা হলেন- মো. নিজাম ও মো. কবির। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

নিখোঁজ জেলের বাবা সেলিম ঢালী জানান, বরিশাল সদর উপজেলার লাহারহাট থেকে ইঞ্জিনচালিত কাঠের নৌকা নিয়ে রাত ৯টার দিকে বাড়ি ফিরছে রবি। একই সময় অবৈধভাবে ইলিশ শিকারি ইঞ্জিনচালিত নৌকার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নৌকা থেকে নদীতে পড়ে তার ছেলে নিখোঁজ হয়।

বরিশাল সদর ফায়ার সার্ভিসের ডুবুরী মো. নজরুল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে থেকে বিকেল পর্যন্ত তল্লাশি চালিয়েও নিখোঁজ জেলের খোঁজে পাওয়া যায়নি।

মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক অনিমেষ হালদার বলেন, ওই নদীতে দুইটি ইঞ্জিনচালিত নৌকার সংঘর্ষ হয়। এতে এক জেলে নিখোঁজ হন। ফায়ার সার্ভিসের ডুবুরীরা তল্লাশি করে তাকে খুঁজে পায়নি। ঘটনাস্থলে নৌ-পুলিশের একটি টহল দল রয়েছে। এঘটনায় নিখোঁজের পরিবার অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved ItihaasBarta