মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ডিসি কম্পাউন্ডে নোটিশ ছাড়াই অস্থায়ী দোকান উচ্ছেদ, বিপাকে ষ্ট্যাম্প বিক্রেতারা ইবনে সিনা হাসপাতালের চেয়ারম্যানের সাথে নুরুল আমিনের সৌজন্য সাক্ষাৎ সাংবাদিক মুজিব ফয়সালের জন্মদিন আজ বাকেরগঞ্জের ভরপাশা ইউপি চেয়ারম্যান খোকন’সহ ১৮ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা কুয়াকাটায় তীর্থ যাত্রীদের ঢল চাখার ইউপি চেয়ারম্যান টুকুকে অবরুদ্ধ করে মোটরসাইকেলে অগ্নিসংযোগ নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু গৌরনদীতে ৬০০ টাকা কেজি দরে গরুর গোশত বিক্রি শুরু রুপাতলীর আওয়ামী লীগ নেতা সোহেল মোল্লা গ্রেপ্তার বরিশাল শেবাচিম হাসপাতালে ঘুষ ছাড়া মিলে না সেবা ক্ষুব্ধ ভুক্তভোগীরা

বরিশালে বিএনপি নেতার মামলায় আ.লীগের ১৮ নেতাকর্মী কারাগারে

নিজস্ব প্রতিবেদক ::: বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে করা মামলায় বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়রসহ আওয়ামী লীগের ১৮ জন নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৩ নভেম্বর) বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তানভীর রহমান তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাকেরগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত সরকারি নিবন্ধন কর্মকর্তা (জিআরও) পুলিশের সহকারী উপপরিদর্শক নূর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আসামিদের জামিন নামঞ্জুর হলে আদালত থেকে তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

কারাগারে যাওয়া নেতাকর্মীরা হলেন- বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, আওয়ামী লীগ নেতা খোন্দকার জিয়াউর রহমান রিপন, গাড়-রিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস নান্টু, মোখলেছুর রহমান, ইকবাল তালুকদার, মাসুদ আকন, পংকজ দাস, সুজন চন্দ্র দাস, হাফিজুল ইসলাম পান্ডে, লিটন গাজী, মো. মাহবুব, মাহফুজ মুসুল্লী, মাসুদ আলম খান, শফিক ডাকুয়া, পরিতোষ দাস, আরিফুর রহমান চুন্নু, ফারুক সিকদার ও সোহেল রানা।

মামলার বরাতে উপ-পরিদর্শক জানান, ২০২২ সালের ২৮ আগস্ট উপজেলা বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভার আয়োজন করে। সভায় যোগ দেওয়ার জন্য বিএনপি নেতাকর্মীরা উপজেলার চর আউলিয়া পুর দেলোয়ার হোসেনের বাড়ির সামনে জড়ো হন।

তখন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়ার নেতৃত্বে আওয়ামী লীগের প্রায় ২০০ নেতাকর্মী সশস্ত্র অবস্থায় তাদের ওপর হামলা করেন। তারা লাঠি ও হকিস্টিক দিয়ে পিটিয়ে নেতাকর্মীদের আহত করেন। এ ছাড়া বেশ কিছু রিকশা, ইজিবাইক, মোটরসাইকেল ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এ ঘটনার প্রায় এক বছর পর গত ৭ নভেম্বর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য হাসান সিকদার বাদী হয়ে ১৬ জনের নামে এবং অজ্ঞাত ২০০ জনকে আসামি করে মামলা করেন।

মামলার আসামি হিসেবে আওয়ামী লীগের ১৮ জন নেতাকর্মী আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করেন। এ সময় বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved ItihaasBarta