রবিবার, ১৩ Jul ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাবুগঞ্জের মাধবপাশায় পূর্ব শত্রুতার জেরে দুই সহদরকে কুপিয়ে জখম  গলাচিপায় শারীরিক প্রতিবন্ধীকে কুপিয়ে জখম, থানায় মামলা নিতে ওসির গরিমসি রুপাতলী বাজারে অতিরিক্ত খাজনা আদায় বন্ধে ছাত্রদলের প্রচারণা সাংবাদিক এম জাহিদের মায়ের দাফন সম্পন্ন বরিশালে চরকাউয়া মাঝিমাল্লা সমিতির উদ্যোগে শ্রমিকদের মাঝে ঈদবস্ত্র প্রদান বরিশালে বিএনপি নেতাকে ফাঁসাতে মরিয়া প্রতিপক্ষ মহল এবি পার্টির বরিশাল জেলা ও মহানগর কমিটি ঘোষণা মোগো এলাকার জন্য আল্লাহর রহমত স্বরূপ সরোয়ার মেম্বার  রুপাতলী গ্যাস্টারবাইন তরুণ ছাত্র সমাজের উদ্যোগ ওয়াজ মাহফিল  বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক-সদস্য সচিবকে শোকজ

রুপাতলীর আওয়ামী লীগ নেতা সোহেল মোল্লা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল শহরের রুপাতলী এলাকার আওয়ামীলীগ নেতা সোহেল মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে কোতয়ালি মডেল থানা পুলিশের একটি টিম তাকে বাসার সামনে থেকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, সোহেল মোল্লা বিএনপির কার্যালয় পোড়ানোসহ দুটি মামলার আসামি। উভয় মামলাতেই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠালে বিচারক কারাগারে প্রেরণ করেন।

কোতয়ালি পুলিশের ওসি মিজানুর রহমান জানান, আওয়ামী লীগ সরকার থাকাকালীন গত ১৮ জুলাই শহরের চৌমাথায় এলাকায় বিএনপি নেতাকর্মীদের মিছিলে হামলায় হয়। এবং মহানগর বিএনপির সভাপতি মনিরুজ্জামান ফারুকে মারধর এবং সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদারকে কুপিয়ে জখম করে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এই ঘটনায় জিয়া উদ্দিন সিকদার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ স্থানীয় আওয়ামী লীগের হাজারখানেক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন, যার মধ্যে সোহেল মোল্লাও আসামি রয়েছেন।

এছাড়া সরকার পতনের একদিন আগে বরিশাল জেলা ও মহানগর বিএনপির প্রধান কার্যালয়ে আগুন দেয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। সেই ঘটনায় মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বাদী হয়ে কোতয়ালি মডেল থানায় একটি মামলা করেন। এই মামলার প্রধান আসামি বরিশাল সদর আসনের সাবেক এমপি জাহিদ ফারুক শামীম। এ মামলাটিতেও রুপাতলীর সোহেল মোল্লা অভিযুক্ত বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, সোহেল মোল্লা দুটি মামলার নামধারী আসামি এবং তিনি রুপাতলীর এক সময়কার প্রভাবশালী আওয়ামী লীগ নেতা।

অবশ্য সোহেল মোল্লার পরিবার দাবি করছে, সোহেল আওয়ামী লীগের রাজনৈতিক কোনো পদপদবি ব্যবহার করেন না। তবে তিনি বিগত সময়ে আওয়ামী লীগ নেতা সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র কাছের মানুষ ছিলেন।’

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved ItihaasBarta