মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ডিসি কম্পাউন্ডে নোটিশ ছাড়াই অস্থায়ী দোকান উচ্ছেদ, বিপাকে ষ্ট্যাম্প বিক্রেতারা ইবনে সিনা হাসপাতালের চেয়ারম্যানের সাথে নুরুল আমিনের সৌজন্য সাক্ষাৎ সাংবাদিক মুজিব ফয়সালের জন্মদিন আজ বাকেরগঞ্জের ভরপাশা ইউপি চেয়ারম্যান খোকন’সহ ১৮ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা কুয়াকাটায় তীর্থ যাত্রীদের ঢল চাখার ইউপি চেয়ারম্যান টুকুকে অবরুদ্ধ করে মোটরসাইকেলে অগ্নিসংযোগ নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু গৌরনদীতে ৬০০ টাকা কেজি দরে গরুর গোশত বিক্রি শুরু রুপাতলীর আওয়ামী লীগ নেতা সোহেল মোল্লা গ্রেপ্তার বরিশাল শেবাচিম হাসপাতালে ঘুষ ছাড়া মিলে না সেবা ক্ষুব্ধ ভুক্তভোগীরা

নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু

নিজস্ব প্রতিবেদক :: ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। শুক্রবার এক ভার্চুয়াল অনুষ্ঠানে তিন দেশের সংশ্লিষ্ট মন্ত্রীদের উপস্থিতিতে এ কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে বাংলাদেশের বিদ্যুৎ-জ্বালানি উপদেষ্টা মো. ফাওজুল কবির খান, ভারতের বিদ্যুৎবিষয়ক মন্ত্রী মনোহর লাল ও নেপালের জ্বালানিমন্ত্রী দীপক খাডকা অংশ নেন।

নেপাল সরকারের জ্বালানি, জলসম্পদ ও সেচ মন্ত্রণালয় এ ভার্চুয়াল ইভেন্ট আয়োজন করে বলে ভারতের সরকার এক বিবৃতিতে জানিয়েছে।

চলতি বছরের মে-জুনে নেপালের তৎকালীন প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহল প্রচণ্ড ভারত সফরের বাংলাদেশে জলবিদ্যুৎ সরবরাহের বিষয়ে ত্রিপক্ষীয় চুক্তির ঘোষণা দিয়েছিলেন।

পরে ৩ অক্টোবর এ চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী, নেপাল প্রতি বছর ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ভারতের ভেতরের সঞ্চালন লাইন দিয়ে বাংলাদেশে উদ্বৃত্ত বিদ্যুৎ রপ্তানি করবে।

প্রথম ধাপে, নেপাল ভারতের ভেতর দিয়ে বাংলাদেশে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ রপ্তানি করবে। প্রতি ইউনিট বিদ্যুতের দাম নির্ধারণ করা হয় ৬ দশমিক ৪ সেন্ট (১০০ সেন্টে ১ ডলার)। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে সাত টাকা।

ভারত সরকারের বিবৃতিতে বলা হয়, নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের মধ্য দিয়ে বিদ্যুৎ খাতে আঞ্চলিক যোগাযোগ বাড়বে বলে আশা করা যাচ্ছে।’

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved ItihaasBarta