বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ::‘মাঘের জাড়ে মহিষের শিং নড়ে’ খনার এই বচন এ বছর পৌষের প্রচন্ড শীত বরিশালের খেটে খাওয়া মানুষের জীবনে বাস্তব হয়ে ধরা দিয়েছে। হাড় কাঁপানো শীতে জবুথবু গ্রামের হতদরিদ্র নিম্ন আয়ের মানুষগুলো শীতবস্ত্রের অভাবে রাতে ঠিকমত ঘুমাতে পারছে না। অসহায় শীতার্ত মানুষের এই কষ্ট নিবারণে কোয়ান্টাম ফাউন্ডেশন বরিশাল শাখার উদ্যোগে সোমবার কয়েক শত পরিবারের মাঝে উন্নত মানের কম্বল তুলে দেওয়া হয়েছে।
সোমবার বিকাল ৪ টায় বরিশাল শহরের জর্ডন রোডস্থ কোয়ান্টাম ফাউন্ডেশন কার্যালয় থেকে সেখানকার কর্মীরা নিম্ন আয়ের অসহায় মানুষের হাতে তুলে দেন এই কম্বল। কম্বল বিতরণের সময় কোয়ান্টাম ফাউন্ডেশন বরিশাল শাখার আন্তরিক সদস্য শেবাচিম হাসপাতালের গাইনী বিভাগের সহকারী অধ্যাপক ডা. হাওয়া আখতার জাহান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ড. মো. মুহসিন উদ্দীন এবং কোয়ান্টাম ফাউন্ডেশন বরিশাল শাখার পরিচালক ফয়সাল মাহমুদ উপস্থিত ছিলেন।
এসময় শীতার্ত অসহায় মানুষের দুর্দশা লাঘবে তাদের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে সমাজের সামর্থ্যবানদের প্রতি কোয়ান্টাম ফাউন্ডেশন বরিশাল শাখার পরিচালক ফয়সাল মাহমুদ অনুরোধ জানিয়েছন।