বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক-সদস্য সচিবকে শোকজ বরিশালে হাট সুপার শপের র‍্যাফেল ড্র ২০২৪ অনুষ্ঠিত ও পুরস্কার বিতরণ বরিশালে আ’লীগ নেতার অত্যাচার থেকে রেহাই পেতে প্রবাসীর স্ত্রীর সংবাদ সম্মেলন বরিশালে শীতার্ত মানুষের পাশে ‘কোয়ান্টাম’   বরিশাল বিএনপির ওয়ার্ড-ইউনিয়ন কমিটি বাতিল, জেলা ও মহানগর কমিটি বহাল ঝালকাঠির ছাত্রদল নেতা কাওছার জামিল খানের জন্মদিন আজ ইন্জিনিয়ার মিজানুর রহমান নিরবের জন্মদিন আজ বরিশালে নূরজাহান কনভেনশন হলের উদ্বোধন কামরুল আহসান রুমির মায়ের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক ডিসি কম্পাউন্ডে নোটিশ ছাড়াই অস্থায়ী দোকান উচ্ছেদ, বিপাকে ষ্ট্যাম্প বিক্রেতারা

বরিশালে হাট সুপার শপের র‍্যাফেল ড্র ২০২৪ অনুষ্ঠিত ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক:: বরিশালে স্বনামধন্য বিশ্বাস ও কম মুল্যে নিত্যপ্রয়োজনীয় পন্যের আধুনিক বিক্রয় প্রতিষ্ঠান ‘হাট সুপার শপে বার্ষিক গ্রান্ড র‍্যাফেল ড্র-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল ৩ টায় নগরীর রুপাতলীস্থ প্রতিষ্ঠানটির সম্মুখে লটারী ড্র করেন প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা। এর আগে গত ৬ নভেম্বর ক্রেতাদের উৎসাহ ও প্রতিষ্ঠানের সেবার ইতিবাচক কর্মকাণ্ডের অংশ হিসেবে র‍্যাফেল ড্র চালু করা হয়। কমপক্ষে ১ হাজার টাকার পন্য ক্রেতাদের মাঝে লটারী কুপন সরবরাহ করেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

 

অনুষ্ঠিত র‍্যাফেল ড্র’তে সবমিলিয়ে উন্নত ও ব্যয়বহুল ২০টি পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে প্রথম পুরস্কার লাখ টাকার উপরের ডাবল ডোর ফ্রিজ, ২য় পুরস্কার ওয়াশিন মেশিন ও তয় পুরস্কার ইলেকট্রনিক ডাবল চুলা রয়েছে।

 

 

এসময় র‍্যাফেল ড্র’তে প্রথম পুরস্কার পেয়েছেন ফাতিহ সুলতান। কুপন নং-২২৬৫। তাকে ডাবল ডোরের ফ্রিজটি হস্তান্তর করে হাট সুপার শপ কর্তৃপক্ষ। একইসময়ে ড্র’তে অন্যান্য বিজয়ীদের মাঝে পুরস্কার যথাযথভাবে হস্তান্তর করা হয়।

 

প্রথম পুরস্কার পেয়ে ফাতিহ সুলতান জানান, কম মুল্যে স্বাস্থ্যসম্মত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির অনন্য ব্যবসায়ীক প্রতিষ্ঠান হাট সুপার শপ। নিয়মিত এখান থেকে পণ্য ক্রয় করছি। র‍্যাফেল ড্র’র খবর শুনে আগ্রহ প্রকাশ করে লটারী কিনেছিলাম। প্রথম পুরস্কার পাব সেটি কখনোই ভাবতে পারিনি। আমি আনন্দিত। এই সুপার শপটিতে অন্যান্য প্রতিষ্ঠানের থেকে সুলভ মুল্যে পন্য পাওয়া যায়। তাদের সেবার মান উন্নত। আমি প্রতিষ্ঠান কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

 

এসময় উপস্থিত ছিলেন স্পার্ক গ্রুপের চেয়ারম্যান আনোয়ার হোসাইন খান, ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক, হাট সুপার শপের প্রকল্প পরিচালক বাকি বিল্লাহ ফেরদৌস, নাজমুল ইসলাম, স্পার্ক গ্রুপের পরিচালক জিয়াউর রহমান মনির, জহিরুল ইসলাম, আল-আমিন,সিদ্দিকুর রহমান । এছাড়াও অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মোল্লা মার্কেট স্বত্ত্বাধীকারি বিশিষ্ট সমাজ সেবক ডা.আমির ফয়সাল বিন মাহবুব রাকিব, মুজিব ফয়সাল, মোয়াজ্জেম হোসেন হাওলাদার, সিদ্দিকুর রহমান, সুরুজ মোল্লা, ইলিয়াস আহমেদ বাদশা’সহ উচ্ছ্বসিত শত জনতা।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved ItihaasBarta