শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:০১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: এবি পার্টি বরিশালের সংগঠকদের নিয়ে কর্মশালা ও কমিটি গঠন।২৪ ফেব্রুয়ারি সোমবার বিকাল ৫টায় বরিশালের কীর্তনখোলা মিলনায়তনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে কর্মশালা ও কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ। বিশেষ অতিথি ছিলেন এবি পার্টির সাংগঠনিক সম্পাদক গাজী নাসির ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার ফুয়াদ বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায় স্বৈরাচারী হাসিনা ও আওয়ামীলীগের। কিন্তু জননিরাপত্তা নিশ্চিত করতে না পারার ব্যার্থতা সরকার এড়াতে পারেনা। বাংলাদেশে বিগত ৫৩ বছরে কোন রাজনীতি ছিল না বলেই নতুন রাজনীতির বন্দোবস্ত ও সংস্কার চাই স্লোগানে জুলাই বিপ্লব হয়েছে । বড় দলগুলো জনগণের সমস্যা সমাধানের রাজনীতি না করে বরং তারা চাঁদাবাজী টেন্ডারবাজী করেছে ও এখনো করছে। রাজনৈতিক দলগুলো বেকারত্বের সুযোগ নিয়ে দলগুলোকে পূনর্বাসন কেন্দ্রে পরিনত করেছে। যারা রাজনীতির নামে দখল, চাঁদাবাজে করে চলেছে। ৫ই আগস্ট হাসিনা পালানোর পর লক্ষ লক্ষ আওয়ামী সন্ত্রাসীরা বেকার হয় পরেছে ফলে ভোল পাল্টিয়ে পুরাতনরা নতুন ব্যানার ব্যাবহার করে চাঁদাবাজী করছে। বর্তমানে চুরি ছিনতাই ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য আওয়ামীলগকে দায়ী করে তিনি বলেন, অদক্ষতার জন্য বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার উচিত পদত্যাগ করা । ওনি ভালো মানুষ হতে পারেন কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালানোর মত যোগ্য তিনি না । অযোগ্য মানুষ যত ভালোই হোক তাকে দিয়ে রাষ্ট্র চালানো যায় না । এসময় তিনি কর্মশালায় নতুন রাজনীতির প্রয়োজন তুলে ধরে বরিশালবাসীকে এবি পার্টির সাথে থাকার আহ্ববান করেন ।
কর্মশালা শেষে উপস্থিত সংগঠকদের মতামতের ভিত্তিতে কল্লোল চৌধুরীকে আহবায়ক ও ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম রাব্বিকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট বরিশাল জেলা ও মহানগরীর আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট তরিকুল ইসলাম নাহিদ, সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ, বরিশাল জেলা ও মহানগরীর যুগ্ম আহবায়ক মোঃ মজিবুর রহমান তালুকদার, মোঃ হারুন খান, মোঃ শাহাবুদ্দিন সরদার অনিক, মোহাম্মদ মাসুম শিকদার, মোঃ সুজন তালুকদার, মোঃ তানভীর নেওয়াজ, যুগ্ম সদস্য সচিব ডাক্তার তানভীর আহমেদ, মেহেদী হাসান, রায়হান উদ্দিন, এস এম কলিম, এডভোকেট রাকিব আহসান, অনিক কর্মকার ও ইব্রাহিম কিসলু খান সহ জেলা ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।