সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০৮:৪৮ পূর্বাহ্ন

আবুল হাসানাত আব্দুল্লাহকে প্রধান করে আ.লীগের বরিশাল সিটি নির্বাচনী দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক::আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহকে প্রধান করে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনী দল ঘোষণা করেছে আওয়ামী লীগ। বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দলকে নির্বাচনের ‘কেন্দ্রীয় টিম’ হিসেবে উল্লেখ করা হয়েছে। আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

এছাড়া বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের সমন্বয়ক হিসেবে রাখা হয়েছে আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম ও যুগ্ম-সমন্বয়ক হিসেবে রাখা হয়েছে সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেনকে।

বরিশাল সিটির নির্বাচনী দলের সদস্যদের মধ্যে আছেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ড. শাম্মী আহমেদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, মো. সিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ আনিসুর রহমান ও মো. গোলাম কবীর রাব্বানী চিনু।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved ItihaasBarta