বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :

বিসিসি নির্বাচনে ১৫নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী চুন্নু’র কুশল বিনিময়

নিজস্ব প্রতিবেদক:: আসন্ন বরিশাল সিটি নির্বাচন উপলক্ষে গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন ১৫নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ মোয়াজ্জেম হোসেন চুন্নু।

শুক্রবার (১৯ মে) জুমার নামাজ শেষে মুসুল্লিদের সাথে কুশল বিনিময় করেন তিনি। এ সময় কাউন্সিলর প্রার্থী মোয়াজ্জেম হোসেন চুন্নু বলেন, আমি কাউন্সিলর নির্বাচিত হলে ১৫নং ওয়ার্ডকে একটি তিলোত্তমা ওয়ার্ড হিসাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।

কাঙ্ক্ষিত উন্নয়ন ও ১৫নং ওয়ার্ডবাসীর পাশে থাকার প্রত্যয়েই আমার এ নির্বাচনে অংশগ্রহণ। মানুষের নানা সুবিধা অসুবিধায় পাশে থেকে তাদের সেবায় মনোনিবেশ ও সেবা প্রদানই আমার লক্ষ্য। ওয়ার্ডবাসীর মাঝে নিজেকে বিলিয়ে দিতে চাই। তাদের একজন হয়ে যেকোন সমস্যা নিরসনে আমার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এসময় তিনি আরও বলেন, আমার ওয়ার্ডের মানুষ আমায় ভালবাসে। তাদের এমন ভালবাসাই আমার শক্তি। তাদের পাশে আগেও যেমন ছিলাম বর্তমানেও আছি আর মৃত্যুর পুর্ব পর্যন্ত জনগণের সেবায়ই থাকবে আমার একমাত্র উদ্দেশ্য। নির্বাচিত হতে পারলে ওয়ার্ডের প্রধান সমস্যাগুলি সমাধানে আমার প্রচেষ্টা থাকবে সর্বাত্নক। এর মধ্যে ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে জলাবদ্ধতা নিরসন।

যাতে মানুষকে হাটু সমান পানিতে ঘর বন্ধি হয়ে থাকতে না হয়। মানুষের দূর্ভোগ পোহাতে না হয়।এছাড়া সর্ব বিষয়ে মানুষের ভোগান্তি লাঘবে আমার প্রচেষ্টা থাকবে সর্বোচ্চ।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved ItihaasBarta