বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: টেলিযোগাযোগ সেবা ও সাইবার নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৪ মে সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান সিনিয়র সচিব শ্যাম সুন্দর সিকদার। জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুমের সভাপতিত্বে মোবাইল নেটওয়ার্ক ও ব্রডব্যান্ড কোম্পানির প্রতিনিধি, বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ বিভিন্ন পর্যায়ের শতাধিক প্রতিনিধিরা এতে অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি সিনিয়র সচিব শ্যাম সুন্দর সিকদার বলেন, “ সাইবার নিরাপত্তা বিষয়ে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সকল বেসরকারী মুঠোফোন কোম্পানীগুলোকে সতর্কসহ বেসরকারী গ্রাহকের সেবা নিশ্চিত এবং সেবার মনোভাব নিয়ে কাজ করার পরামর্শ দেন। সরকারের টেলিযোগাযোগ খাতের সাফল্যে তুলে ধরে সাইবার ক্রাইম প্রতিরোধে বিভিন্ন পরামর্শ দেন। তিনি আরো বলেন, ইন্টারনেট ব্যবহারের সঠিক নিয়ম পদ্ধতি জানতে হবে। সরকার জনগনের স্বার্থে কাজ করছে যা জনগনের মাঝে তুরে ধরতে হবে।” আলোচনায় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক লতিফা জান্নাতী, উপজেলা নির্বাহী অফিসার সাবেকুন নাহার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট (নেজারত) মিলন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শংকর কুমার দাস ও ইলেট্রনিক্স এন্ড প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।