সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০৮:২৭ পূর্বাহ্ন

নলছিটিতে জেলেদের মাঝে ছাগল ও বকনা বাছুর বিতরণ

নলছিটি প্রতিনিধি :: ঝালকাঠির নলছিটিতে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে দেশীয় প্রজাতির মাছ এবং ইলিশ সম্পদ ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থ-বছরে জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ছাগল বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ছাগল ও বকনা বাছুর বিতরণ করেন ঝালকাঠি- আসনের সংসদ সদস্য, আলহাজ্ব আমির হোসেন আমু এমপি ।

আমির হোসেন আমু তাঁর বক্তব্যে বলেন, স্বাদ ও পুষ্টি কথা বিবেচনা করে দেশীয় প্রজাতির মাছ চাষ ও বিলুপ্ত প্রজাতির মাছ সংরক্ষণ করা প্রয়োজন। ছাগল ও বকনা বাছুর লালন পালন করে আপনারা সাবলম্বী হন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায় ও পৌরসভার মেয়র আব্দুল ওয়াহেদ খান।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোল্লারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কে,এম মাহবুবুর রহমান সেন্টু।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved ItihaasBarta