বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: বরিশালে প্রতিবন্ধী ব্যক্তি সংগঠনের সাথে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক এবং কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা । বৃহস্পতিবার (২৫ মে) ডিজএ্যাবিলিটি ইনকুলেশন ইন ফেইথ কমিউনিটিস প্রকল্প ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে নগরীর সাগরদী এলাকাধীন কারিতাস সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা শেখ জহির উদ্দিন আহম্মদ, বিশেষ অতিথি ছিলেন বায়তুল মক্কা জামে মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলাম মিজান,বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ বরিশাল জেলার আহ্বায়ক শ্যামল কৃষ্ণ চক্রবর্তী, সদস্য সচিব সঞ্জিব সিংহ বর্মন,ধর্মতত্ত্ব প্রশিক্ষণের কডিনেটর দক্ষিণ অঞ্চল বাংলাদেশ ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের ডোনাল বলা ।এই কর্মশালা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বরিশালের সিনিয়র ম্যানেজার লিটন মন্ডল । এছাড়াও অংশগ্রহণকারী প্রতিবন্ধী ব্যক্তি সংগঠন ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।