বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :

বরিশাল নগরীর কালিজিরায় মেয়র প্রার্থী কামরুল আহসান রুপনের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সিটি কর্পোরেশন সাবেক প্রয়াত মেয়র আহসান হাবিব কামালের ছেলে বরিশাল সিটি নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল আহসান রুপন প্রতীক পেয়েই নগরীর বিভিন্ন স্থানে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় গতকাল বাদ আছর নগরীর ২৬ নং ওয়ার্ডস্থ কালিজিরা বাজার এলাকায় বিভিন্ন স্থানে গনসংযোগ করেন তিনি। এসময় ভোটারদের প্রতি ভালবাসা ও সমর্থন প্রত্যাশা করেন রুপন। এছাড়া নগরবাসীর দুর্ভোগ লাঘব ও সেবা প্রদানে অঙ্গীকারাবদ্ধ হয়েই মানুষের পাশে সর্বদা থাকবেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, কামরুল আহসান রুপন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সদস্য । বিসিসির নির্বাচিত মেয়র প্রয়াত আহসান হাবিব কামালের একমাত্র ছেলে তিনি। কামাল দলের সবশেষ কেন্দ্রীয় মৎস্যজীবী সম্পাদক পদে ছিলেন। এ ছাড়া দলের শহর, মহানগর ও দক্ষিণ জেলা শাখার সভাপতিও ছিলেন তিনি।

 

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved ItihaasBarta