শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: আসন্ন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে হাতি মার্কার স্বতন্ত্র পদপ্রার্থী মোঃ আসাদুজ্জামান বলেন, নির্বাচন সুষ্ঠু শৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হলে আমি বিজয় এনে দিব। কারণ, কয়েক যুগ ধরে মহান সাংবাদিক পেশায় থেকে আমি বরিশালবাসীর উপকার করেছি। সেই জনগনই আমার মনে জননেতা হবার উৎসাহ দিয়েছে। তাই আমি সাংবাদিক পেশার পাশাপাশি জনগনের জনপ্রতিনিধি হয়ে নতুন রুপে জনসেবায় নিজেকে নিয়োজিত করতে চাই।সোমবার (২৯ মে) রাত পৌনে ৯ টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা শহীদ জননী সাহান আরা বেগম স্মৃতি মিলনায়তনে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বরিশালের প্রিন্ট ও ইলেকট্রনিক্স সাংবাদিকদের তার পাশে থাকার আহবান জানিয়ে মোঃ আসাদুজ্জামান বলেন, সিনিয়র সাংবাদিকরা আমার অভিবভাবক। কোন ভুল হলে আপনারা শাসন করবেন। তবে জুনিয়র সাংবাদিকরাও আমার ভুল ধরিয়ে দিবেন। শুধু আপনারা আমার পাশে থাকেন, বিজয় আমি এনে দিব। কারণ, আমি জানি বরিশাল নগরীর কোন অলি গলিতে কি কি সমস্যা রয়েছে। নগরীর নানা সমস্যা নিয়ে আপনাদের সাথেই আমি জনগনের সমস্যাগুলো পত্রিকায় অনেক সংবাদ তুলে ধরেছি। রোদ বৃষ্টিতে ভিজে বরিশালের সামাজিক, রাজনৈতিক ও অর্থনীতিসহ উন্নয়নমূলক কার্যক্রমের সংবাদ লিখে যেভাবে জনগনের মন জয় করেছি। ঠিক তেমনিভাবে মেয়র পদে নির্বাচিত হলে আমি নগরীতে উন্নয়নমূলক কার্যক্রম দিয়েই যাত্রা শুরু করব।
উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি সাংবাদিক, রাজনৈতিক ও প্রশাসনের যৌথ কমিটি গঠন করে বরিশাল থেকে প্রতিহত করা হবে মাদক ব্যবসায়ী, সন্ত্রাস, ট্রেন্ডারবাজসহ সমাজের অপরাধ কর্মগুলো। নগরীর জনগনই আমাকে নির্বাচনে নামতে বাধ্য করছে। এই জনগনের শক্তি দিয়েই আমি জয়লাভ করব। সুষ্ঠু শৃঙ্খল পরিবেশে নির্বাচন হলে কোন শক্তিই আমাকে পরাজিত করতে পারবে না।
মিট দ্যা প্রেস অনুষ্ঠানে বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মিথুন সাহার সঞ্চালনায় সভাপতি নজরুল বিশ্বাসের সভাপত্বিতে বক্তব্য রাখেন সাবেক সভাপতি আনিসুর রহমান খান স্বপন, সুশান্ত ঘোষ , সাবেক সাধারণ সম্পাদক কামরুল আহসান, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, যুগ্ন সাধারণ সম্পাদক মুশফিক সৌরভ, দপ্তর ও প্রচার সম্পাদক রাসেল হোসেনসহ সদস্য জিয়াউল করিম মিনার।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সদস্য অলিউল ইসলাম,আবুল বাশার, প্রদীপ ওকিল, আল আমিন জুয়েল, তন্ময় তপু, আরিফ সুমন, রাজিব কুমার দাস টিটু, এন আমিন রাসেল, জহির রায়হান, আমিনুল ইসলাম শুভসহ বরিশালে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত প্রায় অর্ধ শতাধিক সংবাদকর্মী।