সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০৭:২৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালক মোঃ এনায়েত হোসেনের নেতৃত্বে (১৮০০) পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
৩০ মে মঙ্গলবার বিকালে দক্ষিন আলেকান্দা ( সিএন্ডবি রোডস্থ) ঐশী সুপারশপ দোকানের সামনে ফুটপাতের উপর থেকে দেহ তল্লাশী করে (১৮০০) পিস ইয়াবাসহ উদ্ধার করে দুজনকে গ্রেপ্তার করা হয়।
আটককৃত মাদক কারবারিরা হলেন,গৌরনদী উপজেলার, খাঞ্জাপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড, পূর্ব বাকাই গ্রামের বাসিন্দা মো: হেমায়েত সরদারের পুত্র মো. নাইম সরদার (২১) ও পার্শবর্তী এলাকার সুবাহান সরদারের পুত্র মোহাম্মদ ইমন সরকার(২৩)
বিষয়টি নিশ্চিত করেন,বরিশাল বিভাগীয় গোয়েন্দা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ এনায়েত হোসেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারি বরিশালে প্রবেশ করতে আছে। এমতবস্থায় সংগীয় ফোর্সদের নিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে উপপরিদর্শক ইসতিয়াক হোসেন বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করবেন।