বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ১ হাজার ছয়শো পিস ইয়াবা ও পঁচিশ গ্রাম ইয়াবা গুড়াসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
বুধবার (৭ জুন) নগরীর দক্ষিণ আলেকান্দা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মাদক বহনকারী হলেন-সায়েস্তাবাদ ইউনিয়ন, ৪নং ওয়ার্ড, দক্ষিণ রামকাঠি গ্রামের ইয়াকুব আলী ঘরামী,পুত্র আঃ হাকিম ঘরামী(৫০)।
জানা যায়,বুধবার রাতে নগরীর দক্ষিন আলেকান্দা সিএন্ডবি রোডের ঐশি সুপার শপের সামনে থেকে এক হাজার ছয়শো পিচ ইয়াবা ও পঁচিশ গ্রাম ইয়াবা গুড়া জব্দসহ তাকে গ্রেফতার করা হয়।
বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে নগরীর দক্ষিন আলেকান্দা সিএন্ডবি রোডের ঐশি সুপার শপের সামনে অভিযান চালিয়ে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।