বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন
বাকেরগঞ্জ প্রতিনিধি :: জাতীয় পার্টির কো- চেয়ারম্যান আলহাজ্ব এবি এম রুহুল আমিন হাওলাদারের সহধর্মিণী বরিশাল ছয় আসনের সংসদ সদস্য নাসরিন জাহান রতনা বলেছেন আমি আমার নিজ সংসদীয় এলাকা বাকেরগঞ্জের গরীব দুঃখী অসহায় মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে চাই ।আমি আমার নিজ তহবিল থেকে যা পেরেছি তা নিয়ে আপনাদের মাঝে পার্টির কো- চেয়ারম্যান সহ ছুটে এসেছি। তিনি (৩০ জুন শুক্রবার) বিকেলে তার নির্বাচনী এলাকা বাকেরগঞ্জের সাহেবগঞ্জ নিজ পল্লীভবনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরীব দুঃখী ও অসহায় মানুষের মাঝে নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ ও কোরবানির গরু গোস্ত বিতরণ কালে এসব কথা বলেন। তিনি আরো বলেন আমি ও আমার সাহেব পার্টির কো-চেয়ারম্যান আলহাজ্ব এবি এম রুহুল আমিন হাওলাদার সবসময় আপনাদের পাশে ছিলাম আছি ভবিষ্যতে থাকবো।
সংসদ সদস্য রতনা আমীন বলেন জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদ সাহেব দেশের কথা ভাবতেন ও দেশের মানুষের কথা ভাবতেন এজন্য তিনি দেশকে , দেশের মানুষকে দিয়েছেন। আমি আল্লাহ্ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করুন।
এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারন সম্পাদক মানিক হোসেন হাওলাদার, বিপ্লব মিত্র শহীদ হাওলাদার প্রমুখ।