সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০৮:৪৮ পূর্বাহ্ন

বরিশাল বিভাগের নতুন কমিশনার মো. শওকত আলী

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (০২জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. শওকত আলীকে বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বর্তমানে বরিশাল বিভাগীয় কমিশনারের দায়িত্বে আছেন মো. আমিন উল আহসান। তিনি বিসিএস ১৩ ব্যাচের কর্মকর্তা। গত বছরের জানুয়ারিতে আমিন উল আহসান বরিশাল বিভাগীয় কমিশনারের দায়িত্ব পান।

 

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved ItihaasBarta