সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০৮:১৬ পূর্বাহ্ন

বরিশালে লঞ্চ যাত্রীদের মোবাইল ছিনতাই করে পালানোর প্রাক্কালে ২ যুবককে আটক করল আনসার

সঞ্জীব সিংহ :: বরিশালে লঞ্চ যাত্রীদের মোবাইল ছিনিয়ে নিয়ে পালানোর প্রাক্কালে ২ যুবককে আটক করে আনসার সদস্যরা।

বুধবার রাতে বরিশাল নৌবন্দর ত্যাগ করার পূর্বমুহূর্তে ঢাকাগামী কয়েকটি লঞ্চে উঠে যাত্রীদের মোবাইল ফোন ছিনিয়ে নেয় সাইদুল ইসলাম (২৮) এবং আব্দুল হাকিম হাওলাদার (২০)।

একপর্যায়ে তারা দৌঁড়ে লঞ্চ থেকে নামার চেষ্টা করে, তখন যাত্রীরা ডাক-চিৎকার দিলে বন্দরে ডিউটিরত আনসার সদস্যদের নেতা প্লাটুন কমান্ডার (পিসি) জসীম উদ্দিনের নেতৃত্বে তাদের হাতেনাতে আটক করা হয়। পরে তাদের সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশে সোপর্দ করে।

পুলিশ জানায়, আটক সাইদুল ইসলাম শহরের ৫ নং ওয়ার্ডের পলাশপুর এলাকার দেলোয়ার হোসেনের পুত্র এবং আব্দুল হাকিম বাবুগঞ্জ উপজেলার বাদলা গ্রামের দুলাল হাওলাদারের ছেলে।

তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন নৌবন্দরে ঘোরাঘুরি করে এবং সুযোগে বুঝে লঞ্চ যাত্রীদের মোবাইল ফোন চুরি ও ছিনতাই করে নিয়ে যায়।

অনুরুপভাবে বুধবার রাতে বরিশাল নৌবন্দরে অপেক্ষারত রাজধানী ঢাকাগামী লঞ্চে উঠেও কয়েকজন যাত্রীর মোবাইল ফোন চুরি ও ছিনতাই করে নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু তাদের শেষরক্ষা হয়নি, হাতেনাতে ধরে ফেললেন আনসার সদস্যরা।

আনসার দলপ্রতি জসীম উদ্দিন জানান, আটক দুই যুবক যাত্রীবেশে লঞ্চে ওঠে এবং অন্তত ৪টি মুঠোফোন নিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করে।

তখন যাত্রীদের ডাক-চিৎকারে প্লাটুন কমান্ডার সোলেমান, আনসার কমান্ডার রাজিব সিংহ, সোহেল খলিফা, ভিডিপি সদস্য ইউসুফ তাদের দুজনকে পাকরাও করেন।

এবং সাইদুলের কাছ থেকে একটি ও হাকিমের কাছ থেকে তিনটি ফোন উদ্ধার করেন। পরবর্তীতে ২ যুবককে কোতয়ালি থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আটক দুই যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, জানান কোতয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হোসেন।

এর আগে ঈদুল আজহার ডিউটি পালনকালে নৌবন্দরে হারিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করে আনসার সদস্যরা। পরবর্তীতে শিশুটিকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

নৌবন্দরে ডিউটিরত আনসারদের তদারকির দায়িত্বে ছিলেন, জানিয়ে আনসারদের প্রশিক্ষক (টিআই) মো. এনায়েত হোসেন বলেন, প্রতিবছর ঈদ বা যে কোনো উৎসবে বরিশাল নৌবন্দরে চোর ছিনতাইকারীদের উৎপাত বেড়ে যায়।

কিন্তু এবার সেখানে দায়িত্বরত আনসার সদস্যরা গুরুত্বপূর্ণ এবং সাহসী ভুমিকা রাখায় চক্রটি সুবিধা করতে পারেনি। বরংচ কয়েকজন আটক হয়েছে, উদ্ধার হয়েছে ৪টি মুঠোফোন।’

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved ItihaasBarta