বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক-সদস্য সচিবকে শোকজ বরিশালে হাট সুপার শপের র‍্যাফেল ড্র ২০২৪ অনুষ্ঠিত ও পুরস্কার বিতরণ বরিশালে আ’লীগ নেতার অত্যাচার থেকে রেহাই পেতে প্রবাসীর স্ত্রীর সংবাদ সম্মেলন বরিশালে শীতার্ত মানুষের পাশে ‘কোয়ান্টাম’   বরিশাল বিএনপির ওয়ার্ড-ইউনিয়ন কমিটি বাতিল, জেলা ও মহানগর কমিটি বহাল ঝালকাঠির ছাত্রদল নেতা কাওছার জামিল খানের জন্মদিন আজ ইন্জিনিয়ার মিজানুর রহমান নিরবের জন্মদিন আজ বরিশালে নূরজাহান কনভেনশন হলের উদ্বোধন কামরুল আহসান রুমির মায়ের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক ডিসি কম্পাউন্ডে নোটিশ ছাড়াই অস্থায়ী দোকান উচ্ছেদ, বিপাকে ষ্ট্যাম্প বিক্রেতারা

বঙ্গবন্ধুর সমাধিতে বরিশাল সিটি কর্পোরেশন নবনির্বাচিত মেয়রের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক :: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) । শনিবার (৮ জুলাই) দুপুর দেড়টার দিকে তিনি নবনির্বাচিত কাউন্সিলর ও সহস্রাধিক আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

৮ জুলাই শনিবার সকাল ৮ টায় বরিশাল নগরীর সদররোডস্থ সার্কিট হাউসের সামনে থেকে শতাধিক বাস সহ বিভিন্ন যানবাহনে একযোগে নবনির্বাচিত বিসিসি’র মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, ৩০ টি সাধারণ ওয়ার্ডের ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলরদের শপথ গ্রহণের পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে স্থানীয় সাংসদ পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা শাখার সহ-সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি’র নেতৃত্বে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ এর সহযোগী অঙ্গ সংগঠনের প্রায় ৭ হাজার নেতাকর্মীরা এই বহরে যুক্ত হয়ে বিশাল শোডাউন দিয়ে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া পৌঁছায়।

এ সময় তার সঙ্গে ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম, পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন প্রমুখ।

শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুসহ পঁচাত্তরের ১৫ আগস্ট নিহতদের রুহের মাগফিরাত কামনায় পবিত্র ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করা হয়।

এর আগে বেলা ১১টার দিকে বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলর ও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পৌঁছে বঙ্গবন্ধুর পুরোনো বাড়িতে বিশ্রামে যান মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত । পরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধের প্রশাসনিক ভবনের রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।এসময় তার সহধর্মিণী লুনা আব্দুল্লাহ সাথে ছিলেন।

 

 

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved ItihaasBarta