বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: বরিশালে নতুন জেলা প্রশাসক হচ্ছেন মো: শহিদুল ইসলাম। তিনি এর আগেও বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। রোববার জন প্রশাসন মন্ত্রনালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে জেলা প্রশাসকে বদলি করা হয়। এছাড়াও বরগুনা ও পটুয়াখালীতে নতুন জেলা প্রশাসক দেয়া হয়েছে। পটুয়াখালীর নতুন জেলা প্রশাসক হলেন মো: নূর কুতুবুল আলম এবং বরগুনার নতুন জেলা প্রশাসক হলেন মোহা: রফিকুল ইসলাম।