সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০৬:৪৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: বাকেরগঞ্জে সাবেক এমপি বরিশাল জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খানের সুস্থতা কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) বাদ আসর উপজেলা পরিষদ জামে মসজিদে পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাইনুল হোসেন খানের উদ্যোগে এ দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।
দোয়া-মিলাদে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক হারুন জোমাদ্দার, সদস্য সচিব নাছির হাওলাদার, যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর আলম দুলাল, পৌর বিএনপির সদস্য সচিব শাহিন তালুকদার, সিনিয়র যুগ্ম-আহবায়ক আলিম জোমাদ্দার, কাজী শাহআলম, বিপ্লব লাহিড়ী, পৌর বিএনপি নেতা রফিকুল ইসলাম, মোজাম্মেল আকন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক ইমরান খান সালাম প্রমূখ।
দোয়া-মিলাদে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি আবুল হোসেন খান, বাকেরগঞ্জ পৌর বিএনপি আহবায়ক নাসির জোমাদ্দার, বিএনপি এ্যাড. জাকির হোসেন ডাকুয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।