শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন
বাকেরগঞ্জ প্রতিনিধি:: বরিশালের বাকেরগঞ্জে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ইভটিজিং রোধে আইন শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ জুলাই) বিকেল ৪ টায় উপজেলার মহেশপুর সৈয়দ আফসার আলী ডিগ্রি কলেজ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
নিয়ামতি ইউনিয়ন পরিষদ আয়োজিত ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) মোঃ ফরহাদ সরদার, বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান।
সৈয়দ রুহুল আমিনের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ সুলতান আহমেদ, জয়নাল আবেদীন হাওলাদার, নিয়ামতি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিমল সাহা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক সিকদার, ইউপি সদস্য আতিকুর রহমান পিন্টু প্রমূখ।