সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০৬:৩৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: মেসার্স সরদার এন্টারপ্রাইজ বরিশাল রুপাতলী শাখার এর শুভ উদ্বোধন করা হয়েছে । গতকাল রবিবার ২০ আগষ্ট বিকাল ৫ টা ৩০ মিনিটের দিকে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে NEO-DOOR বরিশালের একমাত্র পরিবেশক মেসার্স সরদার এন্টারপ্রাইজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় । এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কর্ণধার: মো: মিজানুর রহমান সরদার (মিলন), সাউথ এপোলোর প্রতিষ্ঠাতা মোঃ মোফাজ্জল হোসেন শহীদ, বিশিষ্ট সমাজসেবক মোঃ হাসিব হাসান মল্লিক, সালেহীয়া দীনিয়া মাদ্রাসা প্রিন্সিপাল সহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা “ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস)” বরিশাল জেলা ও মহানগর কমিটিইর নেতৃবৃন্দ। এছাড়াও জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফ উদ্দিন খান উজ্জ্বল , দপ্তর সম্পাদক মোঃ মেহেদী হাসান খান, সহ সম্পাদক মোঃ আহসান হাবিব হিরন, মো: মঞ্জুর কাদির, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রক্সনা আক্তার, বরিশাল মহানগর কমিটির কার্যনির্বাহী সভাপতি প্রফেসর মনিরুজ্জামান মনির, পরিমল মজুমদার শিশির, সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেসার্স সরদার এন্টারপ্রাইজ”নিয়ে এলো মনকাড়া বাহারি ডিজাইনের টেকসই দরজার বৃহৎ সমাহার তাই আজই চলে আসুন: বরিশাল রুপাতলি শাখায়।