বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :

মাহাবুবুর রহমান মধুকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় বরিশালবাসী!

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল থেকে অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধুকেই এবার উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় সদর উপজেলাবাসী। তাই তিনিই হবেন আগামী নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী এমন গুঞ্জনই এখন বরিশালবাসীর সাধারণ জণগনের মুখে মুখে। অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধূ উপজেলা ভাইস চেয়ারম্যান থাকাকালীন সময়ে সদর উপজেলাবাসীর সুখ দুঃখে পাশে থেকে সাধারন জণগনের মনকে জয় করেছে।

 

এ বিষয়ে সংবাদ সংগ্রহকালে জানা যায়, আগামী উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সাধারন জণগনের সুখ দুঃখে পাশে থাকা, সকলের কাছে মধু নামে পরিচিত জননেতা অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধুকে এবার উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এখানকার উঠতি ভোটাররা ও প্রবীন নেতারা।

 

পল্লী গায়ের তরুণ প্রজন্মের নেতা-কর্মীদেরসাথে আলাপের মাধ্যমে এমন তথ্য জানা গেছে। তাদের মতে মানবতাবাধী এই আওয়ামী লীগ নেতা এরই মধ্যে স্থানীয় জণসাধারন ও আওয়ামী লীগের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে সাধারন জণগনের বিপদে আপদে পাশে থেকে এবং স্থানীয় রাজনীতিতে নিজেকে টেনে নিয়ে এসেছেন জনপ্রিয়তার শীর্ষে। তাইতো সাধারন জণগন ও নিজ দলীয় কর্মী-সমর্থকসহ এলাকাবাসীর অধিক আগ্রহের কারণেই মনস্থির করেছেন আগামী উপজেলা পরিষদ নির্বাচনে এবার চেয়ারম্যান প্রার্থী হয়ে হেট্রিক জয়ের। এ ব্যাপারে জানতে চাওয়া হলে স্থানীয় জনপ্রতিনিধিসহ আওয়ামী লীগ-যুবলীগ, ছাত্রলীগ ও তাদের সহযোগী সংগঠনের নতুন প্রজন্মের নেতা-কর্মীরা জানিয়েছেন, সদর উপজেলাবাসীর অত্যন্ত আস্থাভাজন ও তাদের সুখ-দুঃখের অংশীদার হিসেবে মাহাবুবুর রহমান মধুকেই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে এবার উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।

 

এ উপজেলার উঠতি ভোটারদের এবং অসহায় সাধারন জণগনের মতে অ্যাডভোকেট মাহাবুবুর রহমানর মধু উপজেলা ভাইস চেয়ারম্যান হবার পর সাধারন জণগনের সাথে যে ভাবে আওয়ামী লীগের ত্যাগী কর্মী হিসেবে নিজেকে পরিচিত করেছেন এবং স্থানীয় রাজণীতিকে যেভাবে সুসংগঠিত করে সাজিয়েছেন এবং নেতা-কর্মীদের আস্থা অর্জন করেছেন সেখানে মাহাবুবুর রহমান মধুর বিকল্প কোন প্রার্থী নাই।

 

এ ব্যাপারে সদর উপজেলা পরিষদের ইউপি চেয়ারম্যানরা বলেন, অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু একজন পরিপুর্ণ রাজনীতিবিদ। জনবান্ধব এই রানৈতিক নেতা দিনের ২৪ ঘন্টার মধ্যে ১৮ ঘণ্টাই রাজনীতির পেছনে ব্যয় করেন। স্থানীয় জনগণ তাকে সবসময়েই কাছে পায়। মৃত্যুর খবর সুনে সবার আগে এই নেতা উপস্তিত হয়ে জানাজায় অংশগ্রহন করতেন। এমনকি খোঁজ-খবর নিয়ে ওই পরিবারের লোকদের গোপনে আর্থিক সহযোগীতা করেছেন জনবান্ধন ওই নেতা। তাই স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মীগণ এমন একজন কর্মীবান্ধব নেতাকেই এবার উপজেলা চেয়ারম্যান হিসেবে পেতে চায়।

 

চন্দ্রমোহন ইউনিয়নের টুমচর দাখিল মাদ্রাসার সুপার কাজী অলি উল্লাহ বলেন, একজন যোগ্যনেতা হিসেবে জনগণের সাথে রয়েছে তার যথেষ্ঠ সম্পৃক্ততা। তিনি একজন ন্যায় বিচারক। অসহায় মানুষের সেবায় তিনি সবসময়ই সোচ্ছার ভুমিকা রেখে আসছেন যে কারনে আমাদের আগে এলাকার সাধারণ জনগণই তাকে এবার উপজেলা চেয়ারম্যান হিসেবে পেতে চায়।

 

কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা জাকির হোসেন বলেন, সারা বরিশাল সদর উপজেলা জুড়ে অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধুর রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। সদর উপজেলাবাসী তাদের যেকোন ধরনের চাহিদার সময় মধুকেই কাছে পায়। কাজেই অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধুকেই সদর উপজেলাবাসী এবার উপজেলা চেয়ারম্যান হিসেবে পেতে চায়।

 

বরিশালের আওয়ামী লীগের প্রবীণ ত্যাগী নেতারা বলেন, অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু হচ্ছেন মাটি ও মানুষের নেতা। একদম তৃণমূল থেকে কিভাবে দলকে সু-সংগঠিত রাখতে হয়। কিভাবে তৃণমূলের একজন নেতা-কর্মীর মন জয় করা যায় এসব গুণাবলী তার মধ্যে বিদ্ধমান। সদর উপজেলাবাসী গরীবের নেতা হিসেবে ঘুরেফিরে তাকেই সবসময় কাছে পায় তাই তারপ্রতি সদর উপজেলার সাধারণ জনগনের বড় রকমের একটা আস্থা তৈরী হয়েছে। এ আস্থা থেকেই সদর উপজেলাবাসী তাকে এবার উপজেলা চেয়ারম্যান হিসেবে পেতে চায়।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved ItihaasBarta