বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: বরিশালে কাউনিয়া থানা পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে ( ১০ অক্টোবর) রাত সাড়ে ১২ টার দিকে এসআই গোবিন্দ চন্দ্র দাস,এস আই শামসুল ইসলাম, এ এস আই শওকত,এ এস আই ফারুক হোসেন এএসআই কামরুল ইসলাম একটি আভিযানিক টিম কাউনিয়া থানাধীন নগরীর ভাটিখানা পূজা মন্দিরের সামনে থেকে দুই কেজি গাঁজাসহ আজিজ বেপারী(৬৫) ও আমান খান (৫৪) নামের দুই মাদক কারবারীকে আটক করেন।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।