সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০৮:৪৮ পূর্বাহ্ন

বরিশালে পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল কোতয়ালী মডেল থানাধীন স্টিমারঘাট ফাড়ির পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক।

 

সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে ( ১৬অক্টোবর) রাত সাড়ে ১০ টা ৩৫ মিনিটের দিকে স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ শহীদুল ইসলাম, এএসআই মোঃ আকিব উল্লাহ, এটিএসআই মোঃ জাদুর রহমান, এটিএসআই মোঃ জাকির হোসেন,এটিএসআই মোঃ মাহবুব আলম সহ একটি আভিযানিক টিম বান্দরোডস্থ মুক্তিযোদ্ধা পার্কের প্রবেশ মুখে পাকা রাস্তার উপর থেকে দুই কেজি গাঁজাসহ বানারীপাড়া উপজেলার চাখার গ্ৰামের মোঃ শহিদ খা (৩০) ও বাকপুর গ্ৰামের মোঃ মেহেদী হাসান (১৭) দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন।

 

এ ব্যাপারে স্টিমারঘাট পুলিশ ফাড়ি ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম জানান গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved ItihaasBarta