বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন
(পর্ব -১ )
নিজস্ব প্রতিবেদক :: বাকেরগঞ্জে সরকারি নিষেধাজ্ঞা অবমাননা করে মাছ ধরাতে বাঁধা দিলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত ২৩ অক্টোবর সোমবার দুপুরে কলসকাঠী ইউনিয়নের সাদিশ এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায় ,বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের সাদিশ গ্রামের নিত্যানন্দ দাশের পুত্র সরল দাস মা ইলিশ রক্ষার্থে ২২ দিনের জন্য সরকারিভাবে নদীতে জাল পাতা নিষেধ তার প্রতিবাদ করলে । একই গ্রামের মুকুন্দ রায়ের পুত্র শ্যামল রায় , অমল রায় মিন্টু রায় , মৃত সূর্য রায়ের পুত্র লক্ষণ রায়, ও তার পুত্র অভিজিৎ রায়, স্বপন রায়ের পুত্র সঞ্জীব রায় ,শ্যামল রায়ের পুত্র অন্তর রায়, লক্ষণ রায়ের পুত্র বিজয় রায় মৃত মুকুন্দ রায়ের পুত্র মন্টুরায় মিলে তা উপেক্ষা করে মাছ নিধন করছেন।
সরল দাস তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মাস নিদানকারীদের বিরুদ্ধে । এতে শ্যামল গংরা ক্ষিপ্ত হয়ে সরল দাস ও তার পরিবারের উপর (২৩ অক্টোবর) সোমবার সকাল সাড়ে নয়টায় হামলা করেন, শ্যামল গন্দের হামলায় আহতরা বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে জরুরি বিভাগে থাকা ডাক্তার তাদের শারীরিক অবস্থার অবনতি দেখে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ঘটনা সূত্রে জানা যায় শ্যামল গংদের হামলায় আহত কুকিলা রানি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ (২৮ অক্টোবর) সকালে মৃত্যুবরণ করেন।
কুকিলা রানির মৃত পর লাশ পোস্টমর্টেম করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন অভিযোগ দিয়েছিলো গত সপ্তাহে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি পুলিশ তদন্ত করে ঘটনা সত্যতা ও পেয়েছে কিন্তু বাদী ও বাদী পরিবারের সদস্যরা বরিশাল শেরেবাংলা চিকিৎসাধীন ছিল, বাড়িতে না থাকায় আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।